Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিভাজিত পৃথিবীকে সামনে এনেছে করোনা : গুতেরেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করছেন, ফাটলযুক্ত বিভাজিত পৃথিবীর যে বাস্তবতা, তাকে স্পষ্ট করে সামনে এনেছে করোনাভাইরাস। শুক্রবার মিউনিখে তিনি সংশয় প্রকাশ করেছেন, করোনা মহামারির চেয়েও এই বিভাজন ও চিড় ধরা সম্পর্কের বাস্তবতা ভয়ঙ্কর। নিরাপত্তা পরিষদের কনফারেন্সে গুতেরেস বলেছেন, জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। এ ক্ষেত্রে বৈষম্য দ‚র করতে না পারলে করোনার মহামারি বিশ্ব থেকে দ‚র করা যাবে না। তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি। এভাবে বিশ্ব থেকে করোনা নির্ম‚ল সম্ভব না। শতভাগ টিকাদান করলেও অন্য দেশ থেকে আবারও এটির সংক্রমণ হতে পারে, তাই সবার উচিৎ এ ক্ষেত্রে বৈষম্য দ‚র করা। ‘কোভিড-১৯ গোটা পৃথিবীর এক্স-রে করেছে। আর তাতে করে পৃথিবীতে সম্পর্কের চিড় ধরা ও ভঙ্গুর বাস্তবতা প্রকাশ পেয়েছে।’ গুতেরেস বলেন, এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও প্রকট ও জটিল হচ্ছে। অন্যদিকে এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটা নেই উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বৈশ্বিক সহায়তার ভঙ্গুরতা স্পষ্ট। সহযোগিতার যোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুরতার ভয়াবহতা মহামারিকেও ছাড়িয়ে যাবে।’ সভায় জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য নেতারা আরও একবার বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বর্ণনা করেন মহামারি মোকাবিলায় ঐক্যের গুরুত্ব। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ