Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়েটে ছাত্রাবাসের সামনে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২৫ পিএম

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি ছাত্রাবাসের সামনে বিছানা পেতে শুয়ে-বসে অবস্থান নিয়েছেন চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে আসা একদল শিক্ষার্থী। ছাত্রাবাস বন্ধ থাকায় এবং বাইরে কোথাও থাকার জায়গা না পেয়ে হলের সামনে তারা অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার থেকে চুয়েটের বিভিন্ন বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

শনিবার বিকেল থেকে চুয়েট ক্যাম্পাসে শহীদ তারেক হুদা হলের সামনে অবস্থান নেন ২০ জনেরও বেশি শিক্ষার্থী। প্রভোস্টসহ দায়িত্বশীলরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

ছাত্রাবাসের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কেউ কেউ বসে আছেন, কেউ বই পড়ছেন আবার কেউ ঘুমিয়ে পড়েছেন। হল খুলে না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে জানিয়েছেন।

জানা গেছে, পরীক্ষার তারিখ ঘোষণার আগেই ছাত্রাবাস খুলে দেওয়ার অনুমতি নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে চুয়েট কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল। কিন্তু হল খোলার অনুমতি পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ