প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
'কেজিএফ' অভিনেতার অনুরাগীর মৃত্যুর ঘটনা ঘিরে জল্পনা। মৃত্যুর পর তার শেষকৃত্যে যেন হাজির হন যশ। 'সুইসাইড নোটে' নিজের শেষ ইচ্ছের কথা প্রকাশ করেন স্টার যশের ভক্ত রামকৃষ্ণ। কর্নাটকের মান্যা জেলার কোডিডডি গ্রামের বাসিন্দা ছিলেন ওই অনুরাগী।
তার লেখা সুইসাইড নোটে তিনি জানিয়েছেন, মায়ের ভাল ছেলে হতে পারেননি, সেই সঙ্গে ছোট ভাইকেও খুশি করতে পারেননি। কাছের মানুষদের এভাবে দুঃখ দিয়ে তিনি বেঁচে থাকতে পারবেন না বলে জানিয়েছেন রামকৃষ্ণ।
অন্যদিকে, নিজের জীবন নিয়ে এই অখুশি থাকলেও, মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা জানিয়ে যান তিনি। মৃত্যুর পর যাতে কেজিএফ স্টার যশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া যাতে তার শেষকৃত্যে হাজির হন, সেই ইচ্ছাপ্রকাশ করেন বছর ২৫ এর ওই যুবক।
রামকৃষ্ণের মৃত্যুর পর শোক প্রকাশ করেন সিদ্ধারামাইয়া। তিনি বলেন, 'আমার কখনও ওর সঙ্গে দেখা হয়েছে বলে মনে পড়ছে না কিন্তু ভক্তের এই মৃত্যুতে শোকাহত। এত কম বয়সে কেউ এভাবে নিজের জীবন শেষ করে দিতে পারেন, এমন ভাবতেই পারছি না।' সিদ্ধারামাইয়ার পাশাপাশি কেজিএফ স্টার যশও শোকপ্রকাশ করেন। নিজের টুইটার হ্যান্ডেলেই ভক্তের মৃত্যুর পর শোকপ্রকাশ করেন যশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।