Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্র লীগের ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হবে -কক্সবাজারে সাবেক ছাত্র লীগনেতাদের মিলন মেলায় বক্তারা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৩ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, এড. সিরাজুল মোস্তফা বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন দুঃসময়সহ সংগঠনের নানাভাবে ত্যাগ স্বীকার করা কক্সবাজার জেলার সব সাবেক ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের কমিটিতে তাদের পদায়ন করা হবে। শুধু তাই নয়; ইউনিয়ন পরিষদসহ অন্যান্য নির্বাচনে দলীয় মনোনয়নেও তাদের অগ্রাধিকার দেয়া হবে।
শুক্রবার রাতে কক্সবাজার হোটেল দি প্রিন্সেস এর সম্মেলন কক্ষে নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাদের সংগঠন ‘প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা’র উদ্যোগে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. সিরাজুল মোস্তফা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যের হাত ধরে আজ একটি মহিরুহে পরিণত হয়েছে।

স্বাধীনতা যুদ্ধসহ দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অনন্য অবদান রয়েছে। ছাত্রলীগের বহু নেতা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন দেশ গঠনের সব আন্দোলনে। তাই এসব অবদান ইতিহাসে লেখা রয়েছে। আওয়ামী লীগের দুঃসময়ে সাবেক ছাত্রলীগ নেতাদের অবদান অবিস্মরণীয়। কিন্তু সাবেক হয়ে গেলে অনেক নেতা নানাভাবে অবহেলিত হন। এই ধারা আর চলতে দেয়া যাবে না। সাবেক ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। এক্ষেত্রে সবার ঐক্যবদ্ধ থাকাও দরকার।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও আরেক সাবেক জেলা সভাপতি নূরুল আজিম কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মিলনমেলায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জয়বাংলা ৭১ এর কমান্ডার কামাল হোসেন চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মুকুল,সাবেক ছাত্রনেতা দিদারুল আলম চৌধুরী, শাকের আহামদ, পিপি ফরিদুল আলম ও আবুল মনছুর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রমুখ।

শুক্রবার দিনব্যাপী জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের এই সংগঠনের কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে আনুষ্ঠানিক কর্মসূচী শুরু হয়। ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগঠনের সদস্যদের নিয়ে আভ্যন্তরীণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এর পর সন্ধ্যা ৬টার পর মূল অনুষ্ঠান শুরু হয়। মিলনমেলার আলোচনা সভা শেষে সকল সাবেক নেতাদের ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ