Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৬ মাসের মধ্যে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প গুলোর দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই -সচিব হেলাল উদ্দিন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ এএম

আগামী ৬ মাসের মধ্যে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পের কাজগুলোর দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। তা নাহলে জনগনের কাছে দায়বদ্ধতা থেকে যাবে বলে মন্তব্য করেন,

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা এবং নির্দেশনা অনুযায়ী টেকসই দীর্ঘ মেয়াদি উন্নয়ন কাজের কোন বিকল্প নেই, তাই পর্যটন নগরীকে সাজাতে সকলের আন্তরিক প্রচেষ্টা আর একে অপরের প্রতি সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেন।

শুক্রবার সন্ধ্যায় পৌর ভবনের চতুর্থ তলায় আয়োজিত চলমান উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৈদ্যুতিক খুঁটি এবং প্রতিবন্ধকতার ছোট বড় স্থাপনাগুলো দ্রুত অপসারণ করার উপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি যানযট নিরসনের লক্ষে শিগগিরই পর্যটন বান্ধব টাউন সার্ভিস চালু করার পরামর্শ দেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী।

সভায় কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে:কর্ণেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শ্রাবস্তী রায়, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, কউকের সদ্য বিদায়ী সদস্য (প্রকৌশল) লে.কর্ণেল আনোয়ার হোসেন, নবাগত সদস্য লে.কর্ণেল খিজির খান, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন প্রকল্পের পরিচালক আবদুল হালিম খান, এমজিএসপি প্রকল্পের পরিচালক শেখ মুজাক্কা জাহের, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও কাউন্সিলরদের পক্ষে সালাউদ্দিন সেতু এবং আক্তার কামাল আজাদ বক্তব্য রাখেন।

সভায় সকল কাউন্সিলর, রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ