Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদককারবারি নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

ঢাকার অদূরে কেরানীগঞ্জে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ওই যুবক র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার খেজুরবাগ সাতপাখির স্বপ্নধরা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে র‌্যাব ১০ সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১০ ধলপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, স্বপ্নধরা আবাসিক এলাকায় মাদকের লেনদেনের খবর পায় র‌্যাব। এ ঘটনার সঙ্গে সাত থেকে আটজন জড়িত ছিলেন। ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাইনি। র‌্যাবও এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদককারবারি-নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ