Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মসজিদ উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

নবনির্মিত বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। গতকাল শুক্রবার বাদ জুম্মা ফলক উন্মোচনের মাধ্যমে মহানগরীর দড়িখরবোনা এলাকাস্থ বহুতল জামে মসজিদটির উদ্বোধন করেন।

এর আগে মেয়র উক্ত মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। অতীতের ন্যায় আগামীতেও মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জামে মসজিদে প্রথম জুমার নামাজে ইমামতি, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, মসজিদ কমিটির সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ নভেম্বর বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিক-মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ