Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণালঙ্করসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজপাড়ায় প্রল্লাদ ম-লের বাসা-বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যবসা প্রতিষ্ঠানের চাবিসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন কলেজপাড়া এলাকার প্রল্লাদ ম-লের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রল্লাদ মৃত পরিতষ ম-লের ছেলে। প্রল্লাদ ম-ল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে দুর্বৃত্তরা বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা আলমারিতে রাখা ব্যবসার নগত ৩ লাখ টাকা, স্ত্রী ও মায়ের ব্যবহৃত ১০ ভরি সোনার গহনা, মোবাইল ফোন ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায়। এ ঘটনায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণালঙ্করসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ