Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে জামায়াত-শিবিরের ৩ নেতা আটক

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করে। আটককৃতরা হলোÑ সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ইজাজুল হক, হবখালী ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি হেদায়েত হোসেন ও হবখালী ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মুজিবুর রহমান। নড়াইলের সহকারী পুলিশ সুপার এস এম কামরুজ্জামান জানান, আটক আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইজাজুল হকের লস্করপুরের বাড়ি থেকে পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে জামায়াত-শিবিরের ৩ নেতা আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ