রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া উপজেলার ভেচকী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভেচকী গ্রামের রত্তন মল্লিকের ছেলে কামাল মল্লিকের সাথে প্রতিবেশী আজিজ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে কামাল মল্লিকের ভোগদখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ জসিম মাতুব্বরের লোকজন বাধা দেয় এবং কামাল মল্লিককে মারধর করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কামাল মল্লিকের স্ত্রী শাহীনুর বেগমসহ ১৩ জন গুরুতর আহত হয়। অন্যরা আহত হলো, কামাল মল্লিক, হিরু মল্লিক, দুলাল মল্লিক। অপরদিকে ইদ্রিস মাতুব্বর, মিলন মাতুব্বর, রুবেল, জসিম মাতুব্বর, সাদ্দাম, নাঈম, সাব্বির, রিপন মৃধা। মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কামাল মল্লিক জানান, আমাদের জমিতে চাষ করতে গেলে জসিম মাতুব্বর লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে জসিমের লোকজন আমাদের বাড়ি-ঘর ভাংচুর করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।