নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইপিএলের চতুর্দশ আসরে খেলার জন্য এপ্রিলের মাঝামাঝি সময় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে থাকবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মর্মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাকিবের চাওয়া আবেদনের প্রেক্ষিতে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, সাকিব আইপিএলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে একটি চিঠি দিয়েছেন। বিসিবি তাকে অনুমতি দিয়েছে। কারণ, যার খেলার ইচ্ছা নেই তাকে পুশ করার কোনো অর্থ নেই- বলে মনে করেন আকরাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।
শ্রীলঙ্কা সিরিজে সাকিবের না খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুর রহিম লিখেন, ‘আইপিএল খেলা না খেলা অতি অবশ্যই সাকিবের ব্যাপার। সে যদি শ্রীলঙ্কর সাথে টেস্ট না খেলে আইপিএল খেলতে চায়, সেটা তার ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে অনুমতি দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে - সাকিবকে তো মাসে মাসে লাখ লাখ টাকা বেতন দেয়া হয়। সে তো কেন্দ্রীয় চুক্তির আওতায় আছে। জগতের সব জায়গায় গিয়ে খেলুক। আপত্তি নেই। কিন্তু তার চুক্তি বাতিল করা হোক।’
মীর মোহাম্মদ কাসেম মনে করেন, ‘সাকিব আসলেই লোভী একটা প্লেয়ার। নিজ দেশের সম্মানের কথা ভাবছে না, নিজ দলের সম্মানের কথা ভাবছে না। টাকা যেদিকে সাকিব সেদিকে। কথাটা অপ্রিয় হলেও দিনের আলোর মত সত্য। সত্যিই দুঃখজনক। বিসিবির উচিত- ওকে আইপিএল খেলতে ছুটি না দেয়া। আগে দেশ তারপর ব্যক্তিগত স্বার্থ।’
সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে এমডি এস আর রাজিব লিখেন, ‘সাকিবের দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে একটু প্রবলেম আছে। আমি মনে করি, ১০০ টি টি-টুয়েন্টি ম্যাচ জেতার চাইতে, দেশের জন্য একটা টেস্ট ম্যাচ জেতা গর্বের এবং ভালো।’
বিষয়টিকে একটু ভিন্ন চোখে দেখছেন রায়হান উদ্দিন। সমালোচনাকারীদের উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘ভাই, সাকিব অনেক দূরদর্শী চিন্তা করে। এই বছরেই ভারতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর এর জন্য সেখানে আইপিএল খেলার থেকে ভালো প্রস্তুতি অন্য কোথাও হতে পারে না। অনেক বড় বড় দেশের খেলোয়াররা শুধুমাত্র বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতে আইপিএল খেলা এবছর মিস করতে চায় না। তাই সমালোচনা করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন।
এদিকে সাকিবের পাশাপাশি মুস্তাফিজকেও ছুটি দেয়া উচিত বলে মনে করেন সাব্বির হোসেন জয়। তিনি লিখেন, ‘আরে ভাই সাকিব দেশের ভালোর জন্যই এই কাজ করছে, আমার মতে মোস্তাফিজকেও ছুটি দেওয়া উচিত। কারণ, সামনে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ।’
উল্লেখ্য,আইপিএলের এবারের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের চেন্নাইতে এই নিলাম অনুষ্ঠিত হয়। অপরদিকে এক কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।