Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে চলন্ত রিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৩ এএম

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় চলন্ত রিকশা থেকে পড়ে ইউসুফ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার বড় বোন সাবিহা আক্তার (১২)। গতকাল রাতে এ ঘটনা ঘটে।

শিশুর মা ইয়াসমিন আক্তার জানান, গতকাল বিকেলে মেয়ে সাবিহা, ছেলে ইউসুফ ও আরেক শিশু বাচ্চাকে নিয়ে তিনি নন্দীপাড়ায় যান। সেখান থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও নন্দীপাড়া জ্যামের মধ্যে চলন্ত রিকশাটি হঠাৎ ব্রেক করলে সাবিহা ও তার কোলে থাকা ইউসুফ দুজনেই রাস্তায় পড়ে যায়। এতে ইউসুফ মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। আর সাবিহা আঘাত পায় নাকে ও ঠোঁটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। আর তার বড় বোন সাবিহাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ