বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বুধবার বিভাগের রাজশাহীতে চারজন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে একজন, নাটোরে তিনজন, বগুড়ায় চারজন এবং পাবনায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগে ২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১০ জনের বাড়ি পাবনা। এছাড়া এ দিন রাজশাহীর পাঁচজন, নাটোরের তিনজন এবং বগুড়ার পাঁচজন করোনামুক্ত হয়েছেন।
বুধবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫২৭ জন।
এদের মধ্যে ২৩ হাজার ৮৮৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।