Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে আরও ২৭ হাজার মানুষ টিকা নিলেন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ এএম

রাজশাহী বিভাগে আরও প্রায় ২৭ হাজার মানুষ টিকা নিয়েছেন। বুধবার বিভাগের আট জেলায় তারা টিকা নেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, বুধবার বিভাগে মোট ২৭ হাজার ১০৮ জন ব্যক্তি টিকা নিয়েছেন। এর মধ্যে শুধু রাজশাহীর ৯ উপজেলায় ৪ হাজার ২০৯ জন টিকা নিয়েছেন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন এলাকায় টিকা নিয়েছেন ২ হাজার ৪৫০ জন।

এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬১৬ জন, নাটোরে ২ হাজার ৩০৬ জন, নওগাঁয় ৪ হাজার ৭৩৪ জন, পাবনায় ২ হাজার ৯৮৬ জন, সিরাজগঞ্জে ৩ হাজার ৮৪ জন, বগুড়ায় ৪ হাজার ৩৫৮ জন এবং জয়পুরহাটে ১ হাজার ৩৬৫ জন টিকা নিয়েছেন।

বিভাগে এ পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৪২১ জন। বিভাগের জন্য প্রথম দফায় বরাদ্দ পাওয়া গেছে সাত লাখ ২০ হাজার ডোজ টিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা টিকা

১২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ