Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা চার ম্যাচ পর জয়ের ধারায় চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৯ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো চট্টগ্রাম আবাহনী লিমিটেড। বুধবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে চট্টগ্রামের দলটি ১-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। বিজয়ীদের পক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন মান্নাফ রাব্বী। ম্যাচ জেতা চট্টগ্রাম আবাহনী নয় খেলায় তিনটি করে জয়, ড্র ও হারে ১২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এলো। আট ম্যাচে এক ড্র ও সাত হারে মাত্র ১ পয়েন্ট পাওয়া ব্রাদার্স রয়েছে ১২তম স্থানে। এদিন প্রথমার্ধে দুই দলের খেলায় তেমন আক্রমণের ধার ছিল না। গোলশূণ্য প্রথমার্ধ শেষে ম্যাচের ৭২ মিনিটে গোলের অপেক্ষা ফুরায় চট্টগ্রাম আবাহনীর। এসময় ডি-বক্সের জটলার ভেতর থেকে গোল করেন রাব্বী (১-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ