নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিভিন্ন ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগের শেষ নেই। ইতোমধ্যে বেশ ক’টি ক্লাব রেফারিং নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অভিযোগ জানিয়ে চিঠিও দিয়েছে। বিশেষ করে গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবের গোল বাতিল করায় সমালোচনার ঝড় বয়ে যায় দেশের ফুটবলাঙ্গনে। বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামালের গোল বাতিল করা ছাড়াও ঢাকা আবাহনী ও শেখ জামাল ম্যাচে দুই লাল কার্ড দেয়াটাও বেশ সমালোচনা কুড়িয়েছে। এসব নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে গত সোমবার বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানিয়েছেন, শেখ জামাল-বসুন্ধরা কিংস ম্যাচের ভিডিও ফুটেজ ফিফার কাছে পাঠানো হয়েছে। রেফারিদের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে এবার ভেঙে দেয়া হয়েছে বাফুফের রেফারিজ কমিটি। বুধবার বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায় আগের কমিটি ভেঙে নতুন রেফারিজ কমিটি গঠন করা হয়। পূর্বে এই কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফে’র নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী। তাকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীকে। এর ফলে ওমর জোবের গোলটি বাতিল করা যে রেফারির ভুল ছিল সেটাই প্রমাণিত হলো। নয় সদস্যের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে কাজী নাবিল আহমেদ, এমপি’কে। আর সদস্য করা হয়েছে যথাক্রমে আব্দুর রহিম, মো. ইলিয়াছ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইব্রাহিম নেসার, রকিবুল আলম, তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু ও শহিদুল ইসলাম লালু’কে।
রেফারিজ কমিটি ভেঙে দেয়া প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আজ (বুধবার) সকালে রেফারিজ কমিটি ভেঙে দেয়া হয়েছে। অনেক আলোচনা-সমালোচনা চলছে। তাই ভেঙ্গে দেয়া হলো।’ তিনি যোগ করেন, ‘একটি জরুরি সভা (কয়েকজন) করেই এটা করা হয়েছে। রেফারিজ কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করেই সালাম মুর্শেদীকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।