Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের টানা তৃতীয় জয়, জিতেছে মুক্তিযোদ্ধাও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১৩ পিএম | আপডেট : ৯:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় জয় পেল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে পাঁচ ম্যাচ পর ফের জয়ের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডান নিজেদের নবম ম্য্যাচে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বিজয়ী দলের হয়ে মালির ফরোয়ার্ড সোলেমানে দিয়াবাতে ও স্থানীয় ফরোয়ার্ড আমির হাকিম একটি করে গোল করেন। ম্যাচ জিতে নয় খেলায় চার জয়, তিন ড্র ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থানে উঠে এলো মোহামেডান। আট ম্যাচে দু’টি করে জয় ও ড্র এবং চার হারে ৮ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জের অবস্থান নয়ে।

আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাদাকালোরা এবারের বিপিএল শুরু করলেও পরের পাঁচ ম্যাচে তারা ছিল জয়হীন। তবে নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি’কে হারিয়ে জয়ে ফেরার পর মোহামেডান পরের ম্যাচে হারিয়েছে হারালো ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। এবার রহমতগঞ্জ বধে তারা রইল জয়ের ধারায়।

বুধবার নিজেদের হোম ভেন্যু শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জয়ের লক্ষ্যেই মাঠে নামে মোহামেডান। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বেশ ক’টি গোলের সুযোগ সৃষ্টি করে। যার মধ্যে দু’টি কাজে লাগায় সাদাকালোরা। ম্যাচের ৩ মিনিটে রাজিব হোসেনের পাস থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন সোলেমানে দিয়াবাতে (১-০)। তবে প্রথমার্ধের বাকি সময় একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি মতিঝিলের দলটি। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান মিডফিল্ডার নুরাতের পরিবর্তে আমির হাকিম বাপ্পীকে মাঠে নামান মোহামেডান কোচ শন লিন। কোচের আস্থার প্রতিদান দিলেন বাপ্পী। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৪ মিনিট) তার গোলেই মোহামেডানের সহজ জয় নিশ্চিত হয় (২-০)।

একই দিন বিকালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারায় পুলিশকে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেকামেঙ্গা। পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল মুক্তিযোদ্ধা। ম্যাচ জিতে তারা আট খেলায় দুই জয়, এক ড্র ও পাঁচ হারে ৭ পয়েন্ট পেয়ে তালিকার দশমস্থানে উঠে এলো। সমান ম্যাচে দু’টি করে জয় ও ড্র এবং চার হারে ৮ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানেই রইল পুলিশ।

বুধবার পুলিশের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়েই লড়ে মুক্তিযোদ্ধা। ফলে প্রথমার্ধেই গোল পায় তারা। ম্যাচের ৪১ মিনিটে ফরোয়ার্ড মেহেদি হাসানের লম্বা থ্রো’র বলে বেকেমেঙ্গার ব্যাক হেড নিলে তা ঠাঁই নেয় পুলিশের জালে (১-০)। গোলটি ফেরানোর কোন সুযোগই পাননি গোলরক্ষক নেহাল। তিনি শুধু বলের দিকে তাকিয়েই ছিলেন। তবে ম্যাচের শেষ মুহুর্তে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে পুলিশ। এসময় পেনাল্টি পায় পাকির আলীর দল। নিজেদের ডি-বক্সের মধ্যে ফ্রেডরিক পোডাকে ফেলে দেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার আলমগীর মোল্লা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পুলিশের আইভরিকোষ্টের ফরোয়ার্ড বাল্লো ফামোসা। তার নেওয়া শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম। ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ