Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরেক বিশ্বকাপজয়ীকে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপ‚র্ণ সদস্য লিওপোলদো লুক আর নেই। সাবেক সতীর্থ ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন মাসের মাথায় চলে গেলেন তিনিও। গত পরশু মারা যান গোফওয়ালা স্ট্রাইকার লুক। ঐ দিনই তার মৃত্যুর খবর এক বিবৃতিতে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির গণমাধ্যমের খবর, গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
১৯৭৮ বিশ্বকাপে চার গোল করেছিলেন লুক, দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পেসের সঙ্গে গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর আক্রমণভাগ। হাঙ্গেরির বিপক্ষে ২-১ ব্যবধানে স্বাগতিকদের প্রথম জয়ের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন লুক। পেরুর বিপক্ষে ৬-০ গোলের যে জয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে লুক করেছিলেন জোড়া গোল।
ক্লাব ফুটবলে লুক পুরোটা সময় খেলেছেন লাতিন আমেরিকায়। রোজারিও সেন্ত্রাল, রিভার প্লেট ও রেসিং ছাড়া আরও অনেক ক্লাবে খেলেছেন তিনি। খেলেছেন ব্রাজিলের দল সান্তোস ও মেক্সিকোর দল দেপোর্তিভো তাম্পিকোতেও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ