Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএল নাম পাল্টো আসছে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম


অভ্যন্তরীণ অস্থিরতায় খুব বেশি সাফল্য পায়নি আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৩ মৌসুমে তাদের সর্বোচ্চ সাফল বলতে দুবার প্লে অফে জায়গা করে নেওয়া! তাও সর্বশেষ ২০১৪ সালে। এই অবস্থায় দলটির মাঝে নতুনের ঢেউ বইয়ে দিতে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে এর নাম হবে পাঞ্জাব কিংস!
দলটির মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, নেস ওয়াদিয়া, কর্ন পল ও মোহিত বর্মণ। নাম বদলের পাশাপাশি তারা এর লোগোও পরিবর্তন করছেন। যার উন্মোচন হবে কাল বুধবার। ম‚লত দলটিকে নতুন করে সবার সামনে নিয়ে আসার কৌশল হিসেবে এমনটি করেছে কর্তৃপক্ষ। মোহিত বর্মণ, যিনি ভারতের ডাবর গ্রæপের ভাইস চেয়ারম্যান বলেছেন, নতুন নামকরণের বিষয়টি তারা এক বছর ধরেই পরিকল্পনা করছিলেন। আর সেটি করতে তারা জরিপের পথেও হেঁটেছেন।
আগামীকাল সন্ধ্যায় চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। সেখানে খেলোয়াড় কেনার জন্য যে কয়টি দলের সমৃদ্ধ ভাÐার রয়েছে। এদের মধ্যে তারা অন্যতম। দলের খালি জায়গা প‚রণের জন্য পাঞ্জাবের হাতে রয়েছে ৫৩.৯ কোটি রুপি!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ