Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলাবো উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

সরকার আদম আলী, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অর্থ আত্মসাতের অভিযোগে বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভ‚ঁইয়া রিটনকে পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক লিখিত প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। তিনি বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শামসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমসের জামান ভ‚ঁইয়া রিটন একই উপজেলার দুই ভাইস চেয়ারম্যানের সম্মানী ভাতা, ভ্রমণ ভাতা এবং আপ্যায়ন ভাতার ৭৪,৩৬৬ টাকা পাঁচটি চেকের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ সংক্রান্ত অভিযোগের বিষয়টি বিভাগীয় কমিশনার যথারীতি তদন্ত করেছেন। অর্থ আত্মসাতের এই ঘটনা বিভাগীয় কমিশনারের তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। অর্থ আত্মসাৎ উপজেলা পরিষদ আইন লঙ্ঘন। বেলাবো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ মনিরুজ্জামান ভ‚ঁইয়া জাহাঙ্গীরকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এই অপসারণ অনতিবিলম্বে কার্যকর করা কথা ঘোষণা করা হয়েছে। এদিকে শমসের জামান ভ‚ঁইয়াকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণের ঘটনা সংবাদ প্রচারিত হবার সাথে সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ বলছে এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। কেউ বলছেন একজন মন্ত্রীর কারসাজিতে ঘটনাটি বহিষ্কার পর্যন্ত গড়িয়েছে। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপসারণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ