Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় মন্দিরে বোমা বিস্ফোরণ

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মন্দিরে বোমা বিস্ফোরিত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার দেবগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় ঘুমের ঘোরে থাকা স্থানীয়দের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। মন্দিরের সাথে উমাচরণ পূর্ণচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে থাকা শিক্ষক সহদেব বিশ্বাস, মন্দির ঘেঁষা দক্ষিণ পাশে স্বপন বাগচী, অনুপ বাগচী, মালতী বাগচী, দীপা বাগচী জানান, রাত ২.৩০ মিনিটের সময় বিকট আওয়াজের শব্দ শুনে মন্দিরে ছুটে গিয়ে ধোঁয়া দেখতে পাই, তবে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটায় তা তারা দেখেননি বলে জানান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ করেন। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু তারেক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌরমেয়র এইচ এম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান হাজরা, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক নারায়ণ চন্দ্র দামসহ অন্য অন্য নেতাকর্মীরা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সংবাদ সৃষ্টির জন্য এটা করা হয়েছে, এ ছাড়া আর কোনো কারণ দেখছি না। আপনারা চোখকান খোলা রাখুন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, প্রাথমিকভাবে ককটেলজাতীয় কিছু হবে বলে ধারণা করা হচ্ছে, আলামত সিআইডিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় বুধবার সকালে সদানন্দ গাঙ্গুলী বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটালীপাড়ায় মন্দিরে বোমা বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ