Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৮ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উন্মুক্ত ভিডিও বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সরোয়ার, আসাদুজ্জামান নেসার, আসফ কবির চৌধুরী শ^ত, রফিক হাওলাদার, মো. জামির হোসেন, আওলাদ হোসেন উজ্জল, একেএম আবুল কালাম আজাদ, উপদেষ্টা জাকির হোসেন মিজান, রফিকুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, তকদির হোসেন স্বপন, আব্দুল কুদ্দুস, মাহবুবুর রশীদ, এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোকসেদ আলম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, কাজী ইফতেখারুজ্জামান শিমুল, রেজাউল করিম বাবু, ড. মো. মফিদুল আলম খান, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সাইদুর রহমান মামুন, আকরাম হোসেন, সরোয়ার ভুঁইয়া রুবেল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, স্বাস্থ্য সম্পাদক ডা. জাহিদুল কবির, কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান, সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান, সহ-প্রচার সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, সহ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-কোষাধ্যক্ষ মেহের কায়সার রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বশির উদ্দিন, বারেক ইকবাল, বেলাল হোসেন, সালেহ আহমেদ কাঞ্চন, এস এম গালিব ইমতিয়াজ নাহিদ, লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস আহমেদ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম মাসুদ, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টুসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী নাজমুল হোসাইনের হাতে এইচপি নোটবুক (কোর আই-৫) তুলে দেন রুহুল কবির রিজভী। দ্বিতীয় বিজয়ী নোমান হোসেন বাবরের হাতে স্যামসাং গ্যালাক্সী মোবাইল, তৃতীয় বিজয়ী মনোয়ার হোসেন রাসেলের হাতে হুয়াই ট্যাবলেট পিসি, চতুর্থ বিজয়ী মো. জাহিদুল ইসলামের হাতে হুয়াই মোবাইল এবং পঞ্চম বিজয়ী আশরাফুল ইসলাম খান আনিকের হাতে স্মার্ট ঘড়ি তুলে দেন যথাক্রমে ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন এবং মীর সরফত আলী সপু।

প্রতিযোগিতায় বিজয়ীরা ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ‘প্রেসিডেন্ট জিয়া’ রাজনৈতিক জীবনী বই ও সনদপত্র বিতরণ করা হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ