Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বসুন্ধরার দুই হ্যাটট্রিকে বিধ্বস্ত আরামবাগ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫০ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক ম্যাচে দুই হ্যাটট্রিক! নিকট অতীতে এটি বিরল ঘটনা হলেও তা ঘটিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের নবম ম্যাচে তারা দুই বিদেশি ফরোয়ার্ড যথাক্রমে আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা ও ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভার জোড়া হ্যাটট্রিকে বিধ্বস্ত করেছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা ৬-১ গোলে উড়িয়ে দেয় পয়েন্ট টেবিলের তলানীর দল আরামবাগকে। বিজয়ী দলের হয়ে রাউল ও রবসন তিনটি করে গোল করেন। আরামবাগের পক্ষে এক গোল শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস। ম্যাচ জিতে নয় খেলায় আট জয় ও এক ড্র’তে ২৫ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বসুন্ধরা কিংস। টানা আট ম্যাচ হারা আরামবাগ এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তালিকায় সবার শেষে আছে তাদের নাম।

কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে আরামবাগকে বাগে পেয়ে মঙ্গলবার গোলবন্যায় ভাসিয়েছে কিংসরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে গোলের পর গোল আদায় করে নেয় কর্পোরেট দলটি। মাত্র ৩ মিনিটে প্রথম গোলের দেয়া পায় বসুন্ধরা। এসময় আর্জেন্টাইন রাউল গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। তবে খেলায় ধারার বিপরীতে ১৬ মিনিটে সমতাসূচক গোল পায় আরামবাগ। তাদের স্থানীয় ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস গোল করে সমতা আনেন (১-১)। এরপরের গল্প শুধুই বসুন্ধরার। ম্যাচের ৩২ থেকে ৭৭ মিনিট পর্যন্ত আরও পাঁচবার গোলউৎসবে মাতে দলটি। ৩২ মিনিটে বসুন্ধরাকে দ্বিতীয়বার এগিয়ে নেন রবসন দ্য সিলভা (২-১)। মিনিট দশেক পর নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিকের পথে হাঁটেন এই ব্রাজিলিয়ান (৩-১)। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন রাউল (৪-১)। নয় মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৫-১)। সতীর্থের হ্যাটট্রিক দেখে চুপটি মেরে থাকেননি রবসন। রাউল বেসের সাহায্য নিয়েই ম্যাচের ৭৭ মিনিটে গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় রবসনের (৬-১)। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়েই রাজধানীর পথে পাড়ি জমায় বসুন্ধরা কিংস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ