Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জ ছাত্রলীগ সভাপতি আমির হামজার অকাল মৃত্যু

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা ইন্তেকাল করেছেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা (৩০) মস্তিষ্কে ভাইরাস আক্রমণজনিত রোগে গতকাল বুধবার সকালে ঢাকার সমরিতা হাসপাতাল প্রা. লি.-এ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর কালীগঞ্জ সরকারি আরআরএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার লোকের অংশগ্রহণে জানাজার নামাজ শেষে তাকে ভাদার্ত্তী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা পরিষদের প্রসাশক ও সাবেক সাংসদ আখতার উজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আশষরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম আমির হামজা ভাদার্ত্তী গ্রামের মরহুম আবদুল কুদ্দুছের পুত্র।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালীগঞ্জ ছাত্রলীগ সভাপতি আমির হামজার অকাল মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ