Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ইয়েমেনে খাদ্য সঙ্কট
জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন, ইয়েমেনে ইতিমধ্যে ৫০ হাজার মানুষ খাবারের অভাবে মারা গেছে। এছাড়া আরও অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছে। তিনি আরও বলেন, চলতি বছর ইয়েমেনের এক কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহŸান জানান তিনি। দেশটির বিরুদ্ধে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। রয়টার্স।

অস্ত্রধারী আটক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিতে গিয়ে প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। মার্কিন গণমাধ্যম এনবিসি ওয়াশিংটনের একটি প্রতিবেদনে ওয়াশিংটন পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হোয়াইট হাউসের পাশে ১৫ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের মোড় থেকে ওই দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- সিলভিয়া হল (৬৬) ও তার পুরুষ সঙ্গী। তবে গ্রেপ্তার হওয়া ওই পুরুষের নাম প্রকাশ করা হয়নি। এনবিসি।


জিম্বাবুয়ে প্রথম চালান
মহামারি করোনাভাইরাসের ২ লাখ টিকা সোমবার জিম্বাবুয়েতে পৌঁছেছে। এটি মূলত চীন সরকারের দেওয়া উপহার। আগামী মাসে আরো ৬ লাখ ডোজ পৌঁছাবে সেখানে। জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্যমন্ত্রী কন্সটানটিনো চিওয়েংগা রবার্ট মুগাবে আন্তর্জাতিক বিমান বন্দরে এই টিকা গ্রহণ করেন। এরপর তিনি বলেন, ‘আরো একবার প্রমাণিত হলো প্রয়োজনের সময় চীন আমাদের পাশে দাঁড়ায়। এটা মূলত আমাদের পারস্পারিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্বেরই নিদর্শন।’ মিসরও গিনির পর আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে চীনের তৈরি সিনোভ্যাক টিকা পৌঁছালো জিম্বাবুয়েতে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ