Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনে ব্যর্থ বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে- পানিসম্পদ উপমন্ত্রী

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৮ পিএম

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে কোন লাভ হবে না। বাংলার মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এখন নিজ দলের লোকেরাও তাদের বিশ্বাস করেনা। মঙ্গলবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার মাঠে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আল মেহেদী, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপিকরোনা ভাইরাসের টিকা নিয়ে নানা কথা বলে এখন নিজেরাই মুখ লুকিয়ে টিকা গ্রহণ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির হাওয়া ভবনের কথা মানুষ ভুলে যায়নি। তারেক জিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দয়ায় আজ তিনি গুলশানের বাসায় বসবাস করছেন। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। ৮ শ’ ১৩ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে জেলার কালিনগর থেকে লাঙ্গলবাঁধ বাজার পর্যন্ত গড়াই নদীর ভাঙন রোধে প্রায় সাড়ে ৮ কিলোমিটার সংরক্ষণ বাঁধ এবং সাড়ে ৪ কিলোমিটার নদী ড্রেসিং করা হবে। এর আগে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম শ্রীপুর উপজেলার গড়াই নদীর কালিনগর, দোরাননগর, চরচৌগাছী, ঘষিয়াল, আমলসারসহ বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিসম্পদ উপমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ