Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করেছে। কালের বিবর্তনে পলি পড়ে দেশের বেশীরভাগ নদ-নদী খাল বিল ভরাট হয়ে যাওয়ায় মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে পর্যায়ক্রমে দেশের সকল নদ-নদী ও খাল বিল খননের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ঘাগড়াখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এসব নদ-নদী ও খাল বিল খনন করা হলে একদিকে শুষ্ক মওসুমে পানি ধরে রেখে কৃষির উৎপাদন বৃদ্ধি করা যাবে অপরদিকে আমিষের অভাব পূরণে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি খাল খননে সবাইকে সর্বাত্মক সহযোগিতার উদাত্ত আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাল-খনন

১৬ ফেব্রুয়ারি, ২০২১
৭ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ