পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দায়িত্ব গ্রহণ করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার নগরীর টাইগারপাসে কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব বুঝে নেন নতুন মেয়র। তার আগে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি বলেন, আগামী পাঁচ বছরে চট্টগ্রাম হবে আদর্শ নগরীর মডেল। বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব কাজে সমন্বয় করতে হবে। এর ব্যতয় ঘটলে তাদের জবাবদিহি করতে হবে। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন নতুন মেয়র।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি নতুন মেয়রের কাছে চট্টগ্রামকে সন্ত্রাস, খুন-খারাবি, দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার আহবান জানান। সিটি কর্পোরেশন পরিচালনায় সবার মতামতকে অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেন নতুন মেয়র রেজাউল করিম। আগামী ১০০ দিনের মধ্যে মশক নিধন, সড়ক যানবাহন চলাচলের উপযোগী করাসহ বেশকিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। সুধী সমাবেশে চসিকের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চুয়েট ভিসি প্রফেসর ড. রফিকুল আলম, চবির সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহসহ নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।