Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েব সিরিজ বানাচ্ছেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:১৪ পিএম
প্রথমবার ওয়েব সিরিজের কাজে হাত দিতে চলেছেন অঞ্জন দত্ত। সূত্রের খবর বলছে সিরিজের প্রেক্ষাপট নাকি দার্জিলিং। দার্জিলিঙের সঙ্গে তার বন্ধুত্ব বেশ গাঢ়৷ তাই প্রথম কাজে সেই প্রিয় বন্ধুকেই সঙ্গে নেবেন তিনি৷ পাহাড়ঘেরা দার্জিলিং-কে ভিত্তি করেই দানা বাঁধবে গল্প।
 
সিরিজের নাম হতে পারে ‘দার্জিলিং ডায়েরিজ’। শোনা যাচ্ছে প্রধান চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী। অর্জুন এর আগে অঞ্জন দত্ত’র সঙ্গে কাজ করেছেন ‘ফাইনালি ভালোবাসা’, ‘সাহেবের কাটলেট’ ছবিতে। অর্জুন ছাড়াও এই সিরিজে থাকবেন সন্দীপ্তা সেন, সুপ্রভাত দাস।
 
সুপ্রভাতও এর আগে নাটক এবং ‘ফাইনালি ভালোবাসা’তে কাজ করেছেন অঞ্জন দত্ত’র সঙ্গে। কবে নাগাদ সিরিজের শুটিং শুরু হবে বা কবে নাগাদ ওটিটি-তে তা আসতে পারে তা জানা যায়নি এখনও।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঞ্জন দত্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ