Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসার দিনে আংটি বদল রুদ্রজিত-প্রমিতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ এএম
ভালোবাসার দিনই হয়ে উঠল 'এনগেজমেন্ট ডে'। এবার এক হতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলি জুটি রুদ্রজিত এবং প্রমিতা। ২০১৮ সালে 'সাত ভাই চম্পা'-র সেটে প্রেমের শুরু। দু'বছরেরও বেশি সময় ধরে জমিয়ে প্রেম করার পর অবশেষে চার হাত এক হতে চলেছে তাদের। রবিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও আপলোড করেন অভিনেতা রুদ্রজিত মুখোপাধ্যায়। যেখানে দেখা গিয়েছে, তিনি দু'হাতে আগলে রেখেছেন বাঙালির প্রিয় ঝিনুক ওরফে প্রমিতা চক্রবর্তীকে। ব্যাকগ্রাউন্ড স্কোরে 'বোল না হালকে হালকে'। এদিন সকালেই পুরুলিয়ার মার্বেল লেকে ‘প্রি-এনগেজমেন্ট ফটোশুট’ সেরেছেন তারা। সেখানেই একটি রিসর্টে হল আংটি বদল। খাতায় কলমেই বিয়ে সারলেন রাঘব-পারুল।
 
এদিন সই বিয়ে শুরুর কিছুক্ষণ আগে রুদ্রজিত জানান, ‘এই দিনটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। লকডাউনের সময়েই প্ল্যান করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে-তেই এনগেজমেন্ট করার। কবে থেকে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে ভাবতে পারব এ নিয়ে একটা উন্মাদনা কাজ করছিল। অবশেষে দিনটা এসেছে। খুবই আনন্দ হচ্ছে।'
 
‘বিগ ইভেন্ট’-র জন্য মেকআপ করতে করতে প্রমিতা বলেন, 'করোনা পরিস্থিতিতে রুদ্রজিত পুরুলিয়ায় ছিল আর আমি কলকাতায়। দেখাই হচ্ছিল না আমাদের। তখনই রেজিস্ট্রির সিদ্ধান্ত নিলাম। আর ভালোবাসার এই দিনটা আমাদের কাছে খুব বিশেষ। তাই এই দিনটাকে বেছে নিয়েছি জীবনের সবচেয়ে বড় ইভেন্টের জন্য।'
 
গত বছর সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় ‘ডেস্টিনেশন এনগেজমেন্ট’-র খবর জানিয়েছিলেন প্রমিতা। সেই নিয়ে তুমুল হইচই হয়েছিল নেট-পাড়ায়। অবশেষে তাদের প্রেম পরিণতি পেতে চলেছে। সই বিয়ে করলেও, ২০২২-এর শেষদিকে কিংবা ২০২৩-এর শুরুতে ধর্মীয় রীতি মেনে বিয়ে করতে চলেছেন তারা।
 
প্রথম দেখার প্রেমে বিশ্বাসী নয় রাঘব-পারুল। তাই বন্ধুত্বের ছাঁচে তারা গড়ে তুলেছেন সংসার। যা ভালোবাসায় ভরা। প্রমিতা বললেন, 'প্রথম প্রথম মনে হতো ওর খুব অ্যাটিটিউড। কিন্তু শুটিং করতে গিয়েই ধীরে ধীরে বুঝলাম তেমনটা নয়। সময় কাটাতে শুরু করলাম। এভাবেই প্রেমের সূত্রপাত।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুদ্রজিত-প্রমিতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ