মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনে শিখদের চ্যানের খালসা টেলিভিশন লিমিটেডকে (কেটিভি) ৫০ হাজার পাউন্ডের জরিমানা করা হয়েছে। একটি মিউজিক ভিডিও এবং একটি আলোচনা চক্রের মাধ্যমে শিখদের হিংসায় উস্কানি দেয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়।
জানা গিয়েছে, ‘বাগ্গা অ্যান্ড শেরা’ নামের ওই বিতর্কিত মিউজিক ভিডিওটি ২০১৮ সালের ৪, ৭ এবং ৯ জুলাই সম্প্রচারিত হয়েছিল। অফকমের দাবি, তারা তদন্তে জানতে পেরেছেন ওই ভিডিওতে ব্রিটেনে বসবাসকারী শিখদের হিংসা এমনকি খুনের নেশায় মেতে ওঠারও পরোক্ষ প্ররোচনা দেয়া হয়েছিল। অভিযোগ, ওই মিউজিক ভিডিও চলাকালীন দর্শকদের প্রভাবিত করার (প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে) চেষ্টাও করেছিল খালসা টিভি। ভিডিওতে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি ব্যবহার করা হয়েছিল। অফকমের বক্তব্য, ওই ভিডিওতে ভারতের বিরুদ্ধেও তান্ডব চালানোর উস্কানি দেয়া হয়ছিল ব্রিটেনে বসবাসকারী শিখদের।
আর বিতর্কিত ওই আলোচনা চক্রটি সম্প্রচারিত হয়েছিল ২০১৯-এর ৩০ মার্চ। সেখানে আমন্ত্রিত অতিথিদের প্রায় সবারই যুক্তি-বক্তব্য উস্কানিমূলক ছিল বলে দাবি তদন্তকারীদের। এমনকি ওই অনুষ্ঠানে ব্রিটেনের কুখ্যাত জঙ্গি সংগঠন বব্বর খালসার নামও উঠে আসে একাধিক বার। ওই মিউজিক ভিডিও এবং এই আলোচনা চক্র নিয়ে দর্শকমহলের একাংশ আপত্তি তোলাতেই কেটিভি-র বিরুদ্ধে তদন্তে নামে অফকম। সূত্র : হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।