বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- আশুলিয়ার গাজীরচট এলাকার দরগাড়পাড়ের সাইফুল ইসলাম বাবু, আরিফ, আবু বক্কর ও রানা মোল্লা।
১৭ বছর বয়সী পোশাক কর্মী কিশোরী জানান, কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে পরিচিত দুই পুরুষ সহকর্মীর সাথে দেখা হয়। তাদের সাথে কথা বলার একপর্যায়ে অভিযুক্ত ৪ জন দুই পুরুষ সহকর্মীকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর সাইফুল ইসলাম বাবুর বাড়ির পরিত্যক্ত একটি ঘরে জোরপূর্বক নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণকারীদের হুমকিতে ভয়ে চুপচাপ থাকলেও শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনায় একজনের কথা জানা গেলেও, গ্রেফতারের পর বাকি ৩ জনও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।