রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগে এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। উপজেলার কালারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার অপহরণকারীসহ ৩ সহযোগির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
জানা যায়, ৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কালারবাড়ি গ্রাম থেকে ডাক্তারের কাছে যাওয়ার পথে কালারবাড়ি নয়াবাড়ি গ্রামের বিদেশ প্রবাসী আকন খান ও বাগধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া খানম (১৪)-কে অপহরণ করে একই গ্রামের চাঁনমিয়া খানের ছেলে ট্রাক ড্রাইভার সফিক খান (২৬)।
স্কুলছাত্রীর মা মুক্তা বেগম জানান, ৮ ফেব্রুয়ারি বিকেলে আমার মেয়ে সুমাইয়া খানমকে নিয়ে নারায়নখানা বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। এ সময় গ্রামের উত্তর পাশে ইটের রাস্তায় পৌঁছালে সফিক খান, সামিম খান ও শাহ জালাল খানসহ আরো কয়েকজনে মিলে আমাকে আঘাত করে একটি মাইক্রোবাসে আমার মেয়ে সুমাইয়াকে তুলে নিয়ে যায়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর মা মুক্তা বেগম বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে গতকাল রোববার একটি মামলা দায়ের করেছেন। আসামি সফিক খানকে কারাগারে ও ভিকটিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।