Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধা দেলোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চাঁদপুরের কচুয়ার শুয়ারুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ধনু (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। গতকাল রোববার শুয়ারুল বাজারস্থ খানকা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে শুয়ারুল সম্মিলিত গণকবরস্থানে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মরহুম জুনাব আলীর জৈষ্ঠ্য ছেলে। গার্ড অব অনার প্রদর্শন করেন কচুয়া উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, শাহ আলম পাটওয়ারী, আবু তাহের মাস্টার, সফিকুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রীয়-মর্যাদায়-দাফন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ