Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলি গনির প্রশংসায় পঞ্চমুখ জেসমিন ভাসিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

‘বিগ বস ১৪’ হাউস থেকে স¤প্রতি আলোচিত প্রতিযোগী জেসমিন ভাসিন বাদ পড়েছেন। তার সঙ্গে আলি গনির অন্তরঙ্গতা খুব আলোচনায় এসেছে। জেসমিন আলিকে ‘ওয়ান ম্যান আর্মি’ বলে উলে­খ করেছেন। তিনি মনে করেন বিতর্কিত এই রিয়েলিটি শোতে আলির অংশগ্রহণ অসাধারণ, তিনি কোনও ধরনের মন্দ কৌশল প্রয়োগ করেননি। বলিউড সুপারস্টার সালমান খান উপস্থাপিত অনুষ্ঠানটিতে জেসমিনকে আলির সঙ্গে আসন্ন ফ্যামিলি উইকে দেখা যাবে। আলির সম্পর্কে জেসমিন বলেন : “তার খেলা অসাধারণ। সে একেবারে খাটি। সে কোনও চালাকি বা কুৎসিত কৌশলের আশ্রয় নেয়নি। অন্য কারও সাহায্যও নেয়নি সে।” অন্যতম দুই প্রতিযোগী রুবিনা দিলায়েক আর অভিনব শুক্লাকে প্রশ্ন করেছেন, “রাখি (সাওয়ান্ত) যখন পেটিকোট আর বøাউজ পরে এসেছিল তখন তোমরা সীমানা বেঁধে দাওনি কেন, তাকে শাড়ি পরতে বলনি কেন?”তিনি আলি সম্পর্কে আরও বলেন : “তার কাছে বন্ধুত্ব আর বিশ্বস্ততার অনেক মূল্য। সে একাই এক সেনাবাহিনী, আমি তাকে নিয়ে গর্বিত।” এর আগে আলির প্রতি আচরণের জন্য অভিনব শুক্লার প্রতি ক্রুদ্ধ মন্তব্য করেছিলেন। অভিনব এক পর্যায়ে আলিকে ভেঁস (মহিষ) বলেছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেসমিন ভাসিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ