Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেইজি রিডলির সোশাল মিডিয়ায় ভীতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

‘স্টার ওয়ার্স’ সিরিজে রে’র ভূমিকায় অভিনয় করে বিশ্বখ্যাত অভিনেত্রী ডেইজি রিডলি জানিয়েছেন ফেইসবুক বা ইনস্টাগ্রামের মত সামাজিক সাইটগুলো ব্যবহার না করার শপথ নিয়েছেন তিনি। “আমি আমার একান্ত জীবনকে পেশাগত জীবনকে আলাদা করতে সক্ষম হয়েছি, এর একটি কারণ সম্ভবত আমি সোশাল মাধ্যম ব্যবহার করি না। পরিসংখ্যানে দেখেছি উদ্বেগের সঙ্গে সোশাল মিডিয়া সাইটগুলোর সম্পর্ক রয়েছে; এই কারণে আমি ভীত। আমার কিছু স্মার্টফোনে আসক্ত বন্ধুকে এই সমস্যায় পড়তে দেখেছি,” ডেইজি একটি সাময়িকীকে বলেছেন। তিনি সোশাল মিডিয়াতে ফেরা সম্পর্কে বলেন, “ আমি ফিরতে চাই না, তবে মাঝেমাঝে আমি সোশাল মিডিয়াতে ফেরা কথা ভাবি। তবে, সত্য হল আমি ফিরব না।” খ্যাতির বিড়ম্বনা নিয়ে তিনি বলেন : “আমি সত্যিই অস্বস্তি বোধ করি। আমি এতে অভ্যস্ত হতে পারিনি। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ বিনয়ী, তবে আমি ছোট কথা বলার মানুষ নই। মানে আমি আপনার প্রিয় তারকা নই, আমার করা চরিত্রটি আপনার ভাল লাগে। আমি ক্রমে আরও ভাল করার চেষ্টা করছি। আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে। তারা আমাকে সরিয়ে রাখে অসাধারণ উপায়ে।” তিনি আরও বলেন : “দুই বন্ধুর সঙ্গে আমি একটি সুপারমার্কেটে গিয়েছিলাম- সকাল হলেও আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম- একজন আমার কাছে ভেড়ার চেষ্টা করছিল, তারা বলল,’না আজ নয়’ আমি তাদের ধন্যবাদ দিয়েছিলাম।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেইজি রিডলির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ