মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে একটি অনলাইন শুনানিতে অংশ নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন টেক্সাসের অ্যাটর্নি রড পনটন। শুনানী চলার মধ্যেই জুমের ডিসপ্লেতে তিনি বিড়ালে পরিণত হন। মূলত তার ডিভাইসে বিড়ালের ফিল্টার অ্যাকটিভ হয়ে যাওয়াতেই এই দূর্ঘটনা ঘটে।
বিষয়টি অনিচ্ছাকৃত হলেও তাৎক্ষনিকভাবে এটি একটি কৌতুকময় পরিবেশের জন্ম দেয়। সেই ভিডিও ফুটেজটি এরইমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ বিষয়ে পরে পনটন বলেন, আমি আমার সহকর্মীর দশ বছর পুরানো ডেস্কটপ ব্যবহার করে ওই অনলাইন শুনানিতে অংশ নিয়েছিলাম। যখন আমি ওয়েবক্যামে দেখছিলাম তখন আমাকে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছিল। কিন্তু যখন শুনানি শুরু হলো আমি ‘বিড়াল’ হয়ে গেলাম। তিনি আরো বলেন, আমার ধারণা পৃথিবীর সবাই এই ভিডিও দেখেছে। আমি যেভাবে নিজেকে ‘বিড়ালহীন’ করার চেষ্টা করছিলাম সেটি সবাই শুনেছে। তবে, টেক্সাসের ডেল টেকনোলজি জানিয়েছে, ওই কম্পিউটারটির সফটওয়ার আপডেট করা প্রয়োজন ছিল। মূলত পুরোনো ড্রাইভার থাকার কারণেই ক্যাট ফিল্টারটি সরতে অনেক সময় নেয়। সূত্র : এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।