বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সড়ক দুর্ঘটনায় ঝরল ৮ প্রাণ। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন করে, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ভোলায় একজন করে। আহত হয়েছেন ৫ জন।
নরসিংদী : গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ নগর এলাকায় তিন চাকার ইজিবাইক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান শান্ত নামে ছাত্র নিহত এবং নাদিম নামে আরেক ছাত্র আহত হয়েছে। নিহত মেহেদী হাসান শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স পড়ুয়া ছাত্র। সে শিবপুর কলেজ গেইট পল্লী বিদ্যুতের ঠিকাদার মফিজ উদ্দিনের পুত্র। আহত নাদিম শিবপুর শহীদ আসাদ কলেজের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মেহেদি হাসান শান্ত এবং নাদিম দুই বন্ধু মিলে ব্যক্তিগত কাজে নরসিংদী শহরের যায়। থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সৈয়দনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আগত একটি তিন চাকার ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মেহেদী হাসান শান্ত মেহেদি হাসান শান্ত ও নাদিম দুজনেই আহত হয়। মোটরসাইকেল এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় আহতদের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে আহত মেহেদি হাসান এবং নাদিমকে জরুরি ভিত্তিতে প্রথমে নরসিংদী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান শান্ত বিকেল চারটায় মারা যায়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ভেঙে যাওয়া মোটরসাইকেল এবং ইজিবাইকটি আটক করেছে।
কিশোরগঞ্জ : দাদির সঙ্গে চুল কাটতে গিয়েছিল শিশু হামীম (৬)। চুল কেটে দাদির হাত ধরে বাড়ি ফেরার পথে শিশুটির প্রাণ কেড়ে নেয় অটোরিকশা। আহত হয়েছেন দাদিও। গতকাল দুপুরে পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন এলাকায় এ ঘটনা ঘটে। হামীম উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের প্রবাসী খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশে পুলেরঘাট বাজারে দাদির সঙ্গে চুল কাটতে যায় হামীম। সেখান থেকে ফেরার পথে বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা হামীমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুধল ও রামরাইলে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- জেলা সদরের ফুলবাড়িয়ার হিরু খানের ছেলে আজিজ খান (২৭) ও জেলার সরাইল উপজেলার কালিকচ্ছের আব্দুর রউফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী (২৮)।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার বুধল গ্রামে একটি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডেকোরেটরের ছয়জন শ্রমিক কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যায় তারা ব্যাটারি চালিত অটোরিকশাযোগে জেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ খান নামের এক যুবককে মৃত ঘোষণা করেন। এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর থেকে রামরাইলে শান্ত চৌধুরী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ ধারণা করছে, কোনো একটি যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
রংপুর : রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই ঘটনাস্থলে নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় খালাশপীর হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মদনখালি ইউনিয়নের ঠাকুরদাস ল²ীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুল (২৫) ও বড় আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া গ্রামের মৃত ইউসুফের ছেলে তোফাজ্জল হোসেন (৬৫)।
পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাদুল হক তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী বড় বাগুড়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি খালাশপীর হাটে পৌঁছুলে তোফাজ্জল হোসেনের বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ভোলা : ভোলায় স্ত্রীর চিকিৎসা শেষে ফেরার পথে মাছবোঝাই নছিমনের ধাক্কায় মোটরসাইকোল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। গত শুক্রবার রাতে বোরহানউদ্দিন উপজেলার মুচিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহাগ ওরফে ভুট্টু (২৫)। তিনি বোরহানউদ্দি ন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মো. আবু তাহেরের ছেলে। আহত গৃহবধূর নাম সাথী আক্তার (২০)। তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকালে সোহাগ তার স্ত্রী সাথীআক্তারকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে বোরহানউদ্দিন যান। ডাক্তার দেখিয়ে ফেরার পথে রাতে উপজেলার মুচিরপুল এলাকায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী মাছবোঝাই একটি নছিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোহাগ ও তারা স্ত্রী সাথী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় বিল্লাহ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিল্লাহ কিশোরগঞ্জের গোবিন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক জানান, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন বিল্লাহ। পথে নোয়াপাড়া এলাকায় এলে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।