Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালবাসা দিবসে অণিমা রায়ের নতুন গান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়-এর নতুন গান প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। অতুল প্রসাদ রায়ের ‘বধুয়া নিদ নাহি আঁখি পাতে’ শিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রত্যুষ বন্দোপাধ্যায়। ইয়ামিন ইলানের নির্দেশনায় গানটির মিউজিক ভিডিও নির্মান করা হয় মানিকগঞ্জের জমিদার বাড়িতে। নতুন গান প্রকাশ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাঁচ কবির বিভিন্ন গান আমি মঞ্চে নিয়মিত গাই। এছাড়া একাধিক টিভি চ্যানেলেও গেয়ে থাকি। সেখান থেকে প্রায়ই অনুরোধ আসে আমার কন্ঠে এসব গানের কোনো রেকর্ড আছে কিনা। সেই থেকেই বিষয়টির তাগিদ অনুভব করি। একজন শিল্পী হিসেবে আকুতি থাকে ভাল কিছু গান কন্ঠে ধারণ করার। ধ্রুব মিউজিক স্টেশনের প্রতি কৃতজ্ঞতা। তারা নিয়মিতভাবে মূলধারার গানের পৃষ্ঠপোষকতা করে আসছেন।’ গানটি প্রসঙ্গে প্রকাশক ধ্রুব গুহ বলেন, ‘আমরা সবসময় বাণিজ্যিক গানের পাশাপাশি যারা এ ধরণের মূলধারার গানের চর্চা করে থাকেন তাদের নিয়ে কাজ করে আসছি। আমাদের দেশে অণিমা রায়ের মতো শিল্পীদের গান হলো কন্ঠসম্পদ। তাদের লালন করার দায়িত্ব আমাদেরই। আশা করি, আমাদের এই প্রয়াস সবার ভাল লাগবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অণিমা-রায়ের-গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ