Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে টিকা নিলেন আরো ২০ হাজার ৯০৮ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫৪ পিএম

চট্টগ্রামে করোনা টিকা নেওয়ার হার বাড়ছে। শনিবার এক দিনেই মহানগর ও জেলায় ২০ হাজার ৯০৮জন করোনা টিকা নিয়েছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ইনকিলাবকে বলেন, প্রতিদিনই টিকা প্রদানের হার বাড়ছে। টিকা কেন্দ্রগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে।

শনিবার সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়া হয়েছে। জেলায় ১৩ হাজার ২৪৯ জন এবং মহানগরীতে সাত হাজার ৬৬৯ জন টিকা নিয়েছেন। সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে সস্ত্রীক টিকা নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হায়াত মউত আল্লাহর হাতে। এরপরও সুরক্ষার জন্য সবার টিকা নেওয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ