বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় রাজস্ব বোর্ড উপ কর কমিশনার সার্কেল–১৮, কুষ্টিয়া কর অঞ্চল–খুলনা, কুষ্টিয়া জেলায় বি আর বি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান, বি আর বি গ্রুপের ভাইস-চেয়ারম্যান মিসেস সেলিমা বেগম, বি আর বি ক্যাবল ইন্ডাস্ট্রিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ পারভেজ রহমান, এম আর এস ইন্ডাস্ট্রিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুর রহমান সহ মোট ৪জন বি আর বি গ্রুপ থেকে সেরা করদাতা সম্মাননা গ্রহন করেন। এ ছাড়া কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, এ বি এম গোলাম মাহবুব খান ও ফেরদৌস ওয়াহিদ মোট সাত জনকে সেরা করদাতা সম্মানা প্রদান করেছে।
সার্কেল–১৮, উপ কর কমিশনারের কার্যালয়ে গতকাল দুপুরে কুষ্টিয়া উপ–কর কমিশনার মতিউর রহমান সম্মাননা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের এ সময়ে জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত করদাতাদের পুরস্কৃত করতে পেরে আনন্দিত। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর রুপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে এগিয়ে আসার আহব্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া উপ কর কমিশনার মতিউর রহমান। সম্মানা প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত করদাতারা দেশের উন্নয়নে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। করবর্ষ ২০১৯–২০ কর প্রদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্মাননা লাভ করেন পুরস্কার প্রাপ্ত করদাতাবৃন্দ।
ক্যাপশন- বাম থেকে বি আর বি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান, বি আর বি গ্রুপের ভাইস-চেয়ারম্যান মিসেস সেলিমা বেগম, বি আর বি ক্যাবল ইন্ডাস্ট্রিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ পারভেজ রহমান এম আর এস ইন্ডাস্ট্রিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুর রহমান ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।