বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য অনলাইনে খুব সহজেই রেজিস্ট্রশন করা যাচ্ছে। যাদের বাসায় ল্যাপটপ কম্পিউটার বা স্মার্টফোন নেই, কিংবা যারা এসব থাকার পরেও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই ২০-৩০ টাকা খরচ করে রেজিস্ট্রেশন করতে পারছেন।
রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ও নিজের মোবাইল নাম্বার। রেজিস্ট্রেশন করার সময় নিজের মোবাইল নাম্বারে কনফার্মেশন কোড পাঠানোর মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে।
এর আগে করোনার টিকা গ্রহণের জন্য স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অনলাইন রেজিস্ট্রশন সহজে করা যাচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আগে থেকে নিবন্ধন করে আসবেন শুধু তাদেরই টিকা দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।