প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : গত ২৯ আগস্ট সেগুনবাগিচার আখতার ইমাম মিলনায়তনে সরগম-লেজার ভিশনের আয়োজনে প্রবাসী শিল্পী শবনম আবেদীর অডিও অ্যালবাম ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’- এর মোড়ক উন্মোচন ও একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কম্পট্রোলার ও অডিটর জেনারেল বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, দেশের প্রবীণ সঙ্গীতজ্ঞ অনুপ ভট্টাচার্য্য, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রফিকুল আলম ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন এবং লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সঙ্গীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী নিজ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য, অ্যালবামটি কণ্ঠশিল্পী শবনম আবেদীর চতুর্থ একক অডিও অ্যালবাম। অ্যালবামটির সঙ্গীতায়জন করেছেন কলকাতার দূর্বাদল চট্টপাধ্যায়। রাগভিত্তিক ও ক্ল্যাসিকাল ধাঁচের ৫টি গান রয়েছে এই অ্যালবামটিতে। যেসব শ্রোতারা রাগভিত্তিক গান পছন্দ করেন এবং শবনম আবেদীর চমৎকার গায়কী শ্রোতাদের মুগ্ধ করবে বলে প্রযোজনা সংস্থা লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বিশ্বাস করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।