Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবী অপহরণে রিতু গ্রেফতার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

যশোরে আইনজীবী অপহরণের প্রধান অভিযুক্ত রাবেয়া সুলতানা রিতুকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে পিবিআই।

পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন জানান, খুলনার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার থেকে অপহরণের সাথে জড়িত প্রধান অভিযুক্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের এসএম হারুনুর রশিদের কণ্যা রাবেয়া সুলতানা রিতুকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, সুপ্রীম কোর্টের আইনজীবী সাতক্ষীরার তালা উপজেলার বারইপাড়া গ্রামের মিলনের সঙ্গে রিতুর বিয়ে ঠিক হয়। গত ৬ ফেব্রুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে মিলনকে ডেকে নেয় রিতু। অপহরণকারীরা এক পর্যায়ে কৌশলে ভিকটিমকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। ৩দিন পর পিবিআই-এর এসপি রেশমা শারমিনের নেতৃত্বে পিবিআই চৌকস দল অভিযান চালিয়ে অভয়নগর থেকে অপহৃতকে উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিতু-গ্রেফতার

১৩ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ