Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৭ পিএম

শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিধানের শীষের প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ গতকাল রাত ১০টার দিকে দলীয় কার্যালয়ে ১৩ দফা ইশতেহার দিয়েছেন। বিএনপি প্রার্থী পলাশ ইশতেহার পাঠের আগে জেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী প্রশাসনের কাছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দাবি করেন।

জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শেরপুর পৌরসভা নির্বাচন।

ইশতেহার বলা হয়, নির্বাচিত হতে পারলে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করা হবে, থাকবে সহনীয় কর ব্যবস্থা, বজ্র ব্যবস্থা আধুনিক করণ, ন্যায় বিচার, মাদক নিয়ন্ত্রণে খেলাধুলার মাঠ করা হবে, যানজট নিরসনে ব্যবস্থা নেয়া, পরিকল্পিত রাস্তা নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও নির্মাণ, লাশ বহনে বিশেষ গাড়ি, পৌর অঞ্চল সবুজায়ন, জবাবদিহিতা ও শিক্ষার এক আধুনিক শহর গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপি নেতা আওয়াল চৌধুরি, অ্যাড. আব্দুল মান্নান, আব্দুল লতিফ, আবু রায়হান রুপন, দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, রমজান আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ