Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা মানবাধিকারের পরিপন্থী

বিশ্বনাথে বাসক চেয়ারম্যান সাগরিকা ইসলাম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৮ পিএম

মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসকের) কেন্দ্রীয় চেয়ারম্যান সাগরিকা ইসলাম বলেছেন, স্বাধীন বাংলাদেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার সমান অধিকার সকলেরই রয়েছে। নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা বেআইনি, মানবাধিকার ও সংবিধানের পরিপন্থী। নির্যাতিত মানুষের জান মালের নিরাপত্তা প্রদান সরকার ও রাষ্ট্রের উপর দায়িত্ব বর্তায়। বাসক সব সময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। কারো সাথে মত বিরোধ থাকলেও তাকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা ও মামলা মোকদ্দমা দিয়ে নি:শেষ করা কোন মতেই কাম্য নয়। প্রভাবশালী কর্তৃক নিরীহ লোকদের অত্যাচার করা হলে প্রকৃতিগত ভাবেই বিচার হয়ে থাকে। আমরা গরিব লোকদের উপর অত্যাচার নির্যাতন ও মানবাধিকার লঙ্গরের মত ঘটনা মেনে নিতে পারিনা। সবসময় আমরা নির্যাতিতদের সরকারের পাশাপাশি আইনি সহায়তা দিয়ে থাকে।

বিশ্বনাথে একটি পরিবারকে নির্যাতন, হয়রানি ও বাড়ি ঘর থেকে উচ্ছেদের ঘটনার অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তের জন্য এখানে এসেছি। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার অলংকারি ইউনিয়নের পিটাকরা গ্রামের মাওলানা ইলিয়াস হুমাইদি ও তার পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ ও বিভিন্নভাবে মানবাধিকার লঙ্গরের বিষয়টি সরেজমিনে তদন্তে এসে তিনি উপরোক্ত কথা বলেন। সিলেট শহর থেকে চেয়ারম্যান সাগরিকা ইসলাম ও তার প্রতিনিধি দল প্রথমে বিশ্বনাথ থানায় প্রবেশ করেন। সেখান থেকে এসআই সঞ্জয় লাল দেরসহ একদল পুলিশ তাকে নিয়ে পিটাকরা গ্রামে যান। তাদের সাথে ছিলেন, অভিযোগকারি মাওলানা ইলিয়াস আল-হুমাইদী। সাগরিকা ইসলাম ও তার প্রতিনিধি দল শাহ সিকান্দরের মাজার ও দখলকৃত ভুমি ঘুরে দেখেন এবং স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করেন।

বাসকের চেয়ারম্যান সাগরিকা ইসলামের সাথে ছিলেন, কেন্দ্রীয় পরিচালক (তদন্ত) কামরুল ইসলাম, পরিচালক (অর্থ) মনি মোহন বিশ্বাস, বিভাগীয় প্রধান ফারুক আহমেদ নোমান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া মজুমদার, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী খাদিজা সিদ্দিকা রুনা। তদন্তকালে পিটাকরা ও আশপাশ গ্রামের অনেক লোকসহ বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • মোঃ মনিরুজ্জামান ২৮ ডিসেম্বর, ২০২১, ৭:৪৩ পিএম says : 0
    আমার বাবা ২-৩ বছর হয়েছে মৃত্যু হয়েছে, আমার চাচারা জমি জমা দিচ্ছে না, আমরা যে বসত বাড়িতে থাকি সেখান থেকেও উচ্চেদ করার জন্য আশেপাশের লোক দিয়ে অত্যাচার করাইতেছে,আমাদের কে প্রতি দিন হুমকি দেয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ