Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার শঙ্কায় নেইমার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

কানের বিপক্ষে ফরাসি কাপের শেষ ৬৪-এর ম্যাচে চোট পেয়েছেন নেইমার। ফলে নিশ্চিতভাবেই এই ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে পিএসজি। আগামী সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে তাকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নন দলটির কোচ মরিসিও পচেত্তিনো।
গতপরশু রাতে কানকে ন্য‚নতম ব্যবধানে হারিয়ে আসরের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে পিএসজি। ম্যাচের ৪৯তম মিনিটে জয়স‚চক গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড মইসে কিন। এই গোলের যোগান দেন ২৯ বছর বয়সী নেইমার। কিন্তু সাত মিনিট পরই ফাউলের শিকার হয়ে চোট পান নেইমার। কানের স্টিভ ইয়াগোর কড়া ট্যাকলের পর তাকে মাঠ ছাড়তে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে।
শিষ্যের চোট নিয়ে পিএসজি কোচ পচেত্তিনো ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখনই বলাটা দুষ্কর। আগামীকাল (গতকাল) দেখার পর চিকিৎসকরা বলতে পারবেন। এখন কিছুই বলতে পারছি না। আগামী সপ্তাহে (বার্সেলোনার বিপক্ষে) সে থাকবে কিনা? (এই প্রশ্নের উত্তর দিতে) আমার আরও কিছু তথ্য প্রয়োজন। সে কি ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছে? হ্যাঁ।’ আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবে ফরাসি লিগের শিরোপাধারী পিএসজি। চোটের কারণে ইতোমধ্যে হাইভোল্টেজ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আনহেল দি মারিয়া। নেইমারকেও একই ভাগ্য বরণ করতে হলে স্প্যানিশ পরাশক্তিদের বিপক্ষে বিপাকেই পড়বে পচেত্তিনোর দল।
মৌসুমের এই পর্যায়ে নেইমারের চোট পাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে! বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর ২০১৮ সালের শুরুতে পায়ের হাড়ে চোট পেয়েছিলেন তিনি। সেবার তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে ছিটকে পড়েছিল পিএসজি। তারা হেরেছিল স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে।
২০১৯ সালেও প্রায় একই ধরনের চোটে পড়েছিলেন সেলেসাও ফরোয়ার্ড। নেইমারবিহীন পিএসজিও বিদায় নিয়েছিল সেই শেষ ১৬ থেকে। তাদেরকে পরাস্ত করেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের অধিকাংশ সময়ে অবশ্য নেইমার ছিলেন মাঠে। পিএসজিও প্রথমবারের মতো উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ