Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের বিপদ বাড়ালেন মার্সেলো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

খেলোয়াড় সঙ্কট আরও ঘণীভ‚ত হলো রিয়াল মাদ্রিদের। নতুন করে চোট পেয়েছেন মার্সেলো। চার ফুল-ব্যাকসহ দলের ষষ্ঠ ডিফেন্ডার হিসেবে ছিটকে গেলেন তিনি। মৌসুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মার্সেলো। তবে লিগে গত মঙ্গলবার গেতাফের বিপক্ষে দলের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে মাত্র ১২ জন ফিট থাকায় ফর্মেশনে বদল আনতে বাধ্য হন কোচ জিনেদিন জিদান। নতুন কৌশলে মাঝমাঠের দায়িত্বে ছিলেন মার্সেলো। তার ক্রস থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন ফেরলঁদ মঁদি।
কিন্তু রিয়াল সহ-অধিনায়কের শেষটা হয় হতাশায়। ম্যাচের শেষ দিকে খুঁড়িয়ে মাঠ ছাড়েন মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র ১০ ম্যাচ খেলা মার্সেলো। পরীক্ষার পর বুধবার এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই লেফট-ব্যাকের বাঁ পায়ের পেশিতে চোটের বিষয়টি জানায় রিয়াল। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের খবর, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার তিন সপ্তাহের মতো সময় লাগবে। সেক্ষেত্রে আগামী ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তার মাঠে মার্সেলোকে পাবে না রিয়াল। লা লিগায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের পরের তিন ম্যাচেও খেলা হবে না তার।
চোটের কারণে আগে থেকেই বাইরে অধিনায়ক সার্জিও রামোস, ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, মিডফিল্ডার ফেদে ভালভার্দেসহ নিয়মিত দলের মোট আট জন। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সেই তালিকার মার্সেলো যোগ হওয়ায় দল সাজানো নিয়ে জিদানের দুর্ভাবনা বাড়ল আরও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ