Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে সন্তানের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

অধিকৃত জম্মু-কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ছেলের লাশ চাইতে গিয়ে রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হয়েছেন এক বাবা। সন্তান হারানো মোশতাক আহমদ ওয়ানীর বিরুদ্ধে অবৈধ বৈঠক ও উগ্রবাদিতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ভারতনিয়ন্ত্রিত ওই অঞ্চলটির পুলিশ। ডন জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর শ্রীনগরের উপকণ্ঠে মোশতাকের ১৬ বছর বয়সী ছেলে আতহার ও তার দুই বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে আত্মসমর্পণে অস্বীকৃতির অভিযোগ এনেছে পুলিশ। পরে গ্রাম থেকে ১১৫ কিলোমিটার দ‚রে একটি কবরস্থানে পরিবারের সম্মতি ছাড়াই তাদের দাফন করা হয়। তারা চরমপন্থী ছিল না জানিয়ে লাশ ফেরত চেয়েছেন নিহতদের স্বজনরা। মিথ্যা অভিযোগ এনে যুবকদের হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। আতহার আহমদের হত্যাকান্ড ও দাফনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কাশ্মীরি নাগরিকরা এর প্রতিবাদ করে লাশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ডনের রিপোর্টে বলা হয়, গত এপ্রিলে জারি করা একটি আইনের অজুহাতে এ পর্যন্ত ১৫০-এরও বেশি যুবককে কাশ্মীরি উগ্রবাদী আখ্যা দিয়ে বেনামি কবরে দাফন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের পরিবারকে তাদের দাফন কাজে শরিক হতে দেওয়া হয়নি। ডন উর্দু অবলম্বনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ