Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে প্রতি ১০ কিশোরের একজন মাদক নেয় : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

যুক্তরাজ্যে প্রতি ১০ জনের একজন কিশোর কখনো না কখনো কোকেন-কেটামাইনের মতো কড়া মাদক (হার্ড ড্রাগ) সেবন করেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সা¤প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের ১৭ বছর বয়সীদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই গাঁজা সেবন করেছে, আর তাদের মধ্যে অর্ধেকেরও বেশি অতিরিক্ত মদ্যপানে জড়িত ছিল। মিলেনিয়াম কোহর্ট স্টাডির অংশ হিসেবে ২০০০ থেকে ২০০২ সালের মধ্য জন্মগ্রহণকারী যুক্তরাজ্যের ২০ হাজার ছেলে-মেয়ের ওপর এ গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, দেশটিতে শ্বেতাঙ্গরাই তুলনাম‚লক বেশি মাদকগ্রহণ করছে। শ্বেতাঙ্গ কিশোরদের মধ্যে কড়া মাদক গ্রহণের হার প্রায় ১১ শতাংশ, সেখানে অশ্বেতাঙ্গদের মধ্যে এর পরিমাণ পাঁচ শতাংশের মতো। আর ৫৯ শতাংশ শ্বেতাঙ্গ কিশোর অতিরিক্ত মদ্যপান করেছে, যেখানে অশ্বেতাঙ্গদের মধ্যে এর হার মাত্র ২১ শতাংশ। গাঁজা, কড়া মাদক সেবন বা অতিরিক্ত মদ্যপানের হার যুক্তরাজ্যের অল্পবয়সী মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যেই বেশি। ১৭ বছর বয়সী ব্রিটিশ কিশোরদের মধ্যে এক-চতুর্থাংশ জানিয়েছে, তারা গত ১২ মাসের মধ্যে কাউকে না কাউকে ধাক্কা দেওয়া, চড় বা ঘুষি মারার মতো কান্ড ঘটিয়েছে। আশির দশকের শেষভাগে জন্মগ্রহণকারীদের ওপর পরিচালিত একই ধরনের একটি গবেষণায় ব্রিটিশ কিশোরদের মধ্যে মদ্যপানের হার প্রায় একই দেখা গিয়েছিল। তবে সেসময় গাঁজাসেবনের হার কিছুটা বেশি ছিল। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দফতরের (ওএনএস) তথ্যমতে, দেশটিতে নব্বই দশকের শেষভাগের তুলনায় ২০২০ সালে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সর্বমোট মাদকগ্রহণের পরিমাণ অনেকটাই কমেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ